বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৩ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অতিরিক্ত নিরাপত্তাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হল। তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর বুধবার যেমন তাকে দলের তরফ থেকে 'শোকজ' করা হয়েছে, তেমনই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে দেওয়া হুমায়ুনের 'অতিরিক্ত' নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হুমায়ুন কবির কাউকে দায়ী করে কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন হুমায়ুন কবির। সেই বৈঠকের পরই হুমায়ুনের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছিল।
সূত্রের খবর, হুমায়ুনের সঙ্গে অভিষেকের বৈঠকের সময় মুর্শিদাবাদ জেলার কয়েকজন জনপ্রতিনিধির 'অতিরিক্ত' নিরাপত্তা পাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। এরপরই প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে পদক্ষেপ করা হয় হুমায়ুন কবিরের জন্য। বরাদ্দ হয় একজন এএসআই সহ মোট পাঁচজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এর পাশাপাশি একটি এসকর্ট গাড়িও তাঁর জন্য বরাদ্দ হয়েছিল।
গত ১৬ নভেম্বর প্রকাশ্যে পুলিশ প্রশাসনের কিছু কাজ নিয়ে সমালোচনা করেন হুমায়ুন। এরপর ওইদিন থেকেই তাঁর নিরাপত্তা বাহিনী থেকে একজন এএসআই এবং দু' জন কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তুলে নেওয়া হয়েছে তাঁর এসকর্ট গাড়িও।
অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বর্তমানে আমার সঙ্গে দু'জন নিরাপত্তারক্ষী রয়েছেন। প্রশাসনের কর্তারা কেন অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন তার জবাব তাঁরাই দিতে পারবেন।' পুলিশের এক আধিকারিক যদিও জানিয়েছেন, 'জেলাতে যে সমস্ত ব্যক্তি পুলিশের নিরাপত্তা পান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝেমধ্যেই তাদের নিরাপত্তা বাহিনী পাওয়ার বিষয়টি 'রিভিউ' করা হয়। পরবর্তী সিদ্ধান্ত সেই তথ্যের ভিত্তিতে নেওয়া হয়।'
অন্যদিকে দলের 'শোকজ' চিঠি পাওয়া প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, 'সংবাদ মাধ্যমের কাছ থেকেই আমি কেবল জানতে পারছি যে আমাকে দলের তরফ থেকে 'শোকজ' করা হয়েছে। তবে এই খবরটি সত্যি কি না আমার জানা নেই। বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত আমার কাছে এই মর্মে দলের কোনও চিঠি হাতে এসে পৌঁছয়নি। যদি আমি চিঠি পাই তাহলে দলকে তার জবাব দেব।'
নানান খবর
নানান খবর

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমায় বাজি বানানোর সময় বিস্ফোরণ, চার শিশু সহ সাত জনের মৃত্যু

সমাজে হত্যা ও ধর্ষণের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে প্রধান কারণ কী, মানসিক অবসাদ না কি সমাজমাধ্যম?

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু সেনাকর্মীর

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া মুর্শিদাবাদে, পুড়ে ছাই বিঘের পর বিঘে চাষের জমি

খুশির ঈদে একই সঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, রিষড়ায় সম্প্রীতির বার্তা দিলেন সকলেই